সিলেট টুডে রিপোর্ট

২৮ জানুয়ারি, ২০১৫ ০৯:০০

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সময়সূচি

২টি গ্রুপে ভাগ হয়ে ৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে । সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়


সিলেটের ইতিহাসে প্রথমবারের মত জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের কোন ফুটবল টুর্নামেন্ট । একটি সেমিফাইনাল সহ ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে ।   ২টি গ্রুপে ভাগ হয়ে ৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে । সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় । সরাসরি সম্প্রচার করবে - চ্যানেল নাইন, ফক্স টিভি ও বাংলাদেশ টেলিভিশন । এছাড়া সরাসরি দেখতে চাইলেঃ  সিলেটে টিকিট পাওয়া যাচ্ছে টুর্নামেন্টের ভেন্যু রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে স্থাপিত টিকিট বুথ এবং এবি ব্যাংকের দরগাহ গেইট শাখা ও এনআরবি ব্যাংকের চৌহাট্টা শাখা (মানরু শপিং সিটি) থেকে।  সিলেটে অনুষ্ঠেয় গ্রুপ পর্বের খেলায় সাধারণ গ্যালারিতে টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা, ভিআইপি গ্যালারিতে ৮০ টাকা। এছাড়া সেমিফাইনাল পর্বে ৮০ ও ১০০ টাকা ।  দেখে নিন পূর্নাঙ্গ সময়সূচিঃ

গ্রুপ- এ  :
বাংলাদেশ, মালয়েশিয়া , শ্রীলংকা

গ্রুপ-বি   : বাহরাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড
  
সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়             
২৯-০১-২০১৫  গ্রুপ -এ    
বাংলাদেশ বনাম মালয়েশিয়া (সিলেট জেলা স্টেডিয়াম) 


২০-০১-২০১৫    গ্রুপ- বি     
সিঙ্গাপুর বনাম থাইল্যান্ড        (সিলেট জেলা স্টেডিয়াম)


৩১-০১-২০১৫    গ্রুপ-এ     
মালয়েশিয়া বনাম শ্রীলঙ্কা      (সিলেট জেলা স্টেডিয়াম) 


০১-০২-২০১৫    গ্রুপ- বি     
বাহরাইন বনাম সিঙ্গাপুর         ( বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) 


০২-০২-২০১৫   গ্রুপ-এ      
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা          (সিলেট জেলা স্টেডিয়াম) 


০৩-০২-২০১৫   গ্রুপ-বি      
থাইল্যান্ড বনাম বাহরাইন        (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)


০৪ ফেব্রুয়ারি - রিজার্ভ ডে

০৫-০২-২০১৫  ১ম সেমিফাইনাল 
চ্যাম্পিয়ন গ্রুপ-এ  বনাম রানারআপ গ্রুপ-বি  সিলেট জেলা স্টেডিয়াম

০৬-০২-২০১৫  ২য় সেমিফাইনাল
চ্যাম্পিয়ন গ্রুপ-বি  বনাম রানারআপ গ্রুপ-এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

৭ ফেব্রুয়ারি - রিজার্ভ ডে

৮ ফেব্রুয়ারি- ফাইনাল
(দুই সেমিফাইনালের জয়ী দল)  - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম





আপনার মন্তব্য

আলোচিত