নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২০ ১৩:০০

সিলেটে শ্রমিকদের দু'পক্ষের সংঘর্ষ: অজ্ঞাত পনেরশ জনের বিরুদ্ধে মামলা

শ্রমিকদের কল্যাণ তহবিলের অর্থ নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার বিকালে সিলেটের কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানায় পুলিশের পক্ষে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা পনেরশো'র অধিক লোকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এর আগে, গতকাল বিকেলে কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দু'পক্ষ। আহত হয় অন্ততঃ ৩০ শ্রমিক। ভাংচুর হয় কয়েকটি যানবাহন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক শ্রমিক কল্যাণ ফান্ডের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিবাদে জড়িয়েছে শ্রমিকদের দুটি পক্ষ।

গেলো ঈদের আগে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এসময় অর্থ আত্মসাতের অভিযোগটি সামনে আসে।

আপনার মন্তব্য

আলোচিত