নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২০ ১৯:৩৯

তালতলায় ছিনতাইয়ের ঘটনায় আরেক ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট নগরীর তালতলায় নগদ টাকাসহ একটি এন্ড্রুয়েড মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনায় আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ২টার দিকে লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম পারভেজ আহমদ ভুট্টো। সে সিলেট নগরীর বাদাম বাগিচা এলাকার আলাউদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র’র নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, গত মঙ্গলবার (২ জুন) রাতের ছিনতাইয়ের ঘটনায় পারভেজকে বুধবার রাতে লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নগরীর তালতলা এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের ঘটনার পর পরই জনতার সহায়তায় মিরের ময়দান এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আটক দুই ছিনতাইকারী হলো অয়ন মজুমদার (২৬) ও রিয়াজুল ইসলাম (২৫)।

 

আপনার মন্তব্য

আলোচিত