নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২০ ১৮:৪৩

ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ২

ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানা।

মঙ্গলবার (৯ জুন) ভোরে মির্জা জনি আহমদ (৩৫) ও আসাদুজ্জামান যুবায়ের (৩৬) কে নগরীর ভার্থখলা এলাকা ও টিলাগড়ের রাজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত জনি নগরীর দক্ষিণ সুরমাস্থ ভার্থখলা এলাকার সোয়াব মিয়ার পুত্র ও যুবায়ের মহানগর পুলিশের শাহপরান (র.) থানাধীন টিলাগড় রাজপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১০ মে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামনে থেকে একুশ হাজার পাঁচশ টাকাসহ একটি এন্ড্রোয়েড মোবাইলসেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ বিষয়ে মো. আবু সুফিয়ান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা (নং-০৭) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রুজু করা হয়।

আজ ভোরে তাদের গ্রেপ্তার করে অত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত