নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২০ ১৩:০৯

শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ। বর্তমানে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৬ জন। যার মধ্যে যাদের মধ্যে করোনা পজিটিভ ৪০ জন ও ৩০ জন করোনা সাসপেক্টেড রোগী।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য জানিয়ে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালটির ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।’ তবে রোগীদের কেউ ভেন্টিলেশনে নেই বলেও জানান এ চিকিৎসক।

এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ৪১ জন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন রোগী। এর মধ্যে ১২৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৯৯ জন ও মৌলভীবাজারে ৭ জন। এছাড়া ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৭৫ জন সিলেট জেলার, ৪৬ জন সুনামগঞ্জ জেলার, হবিগঞ্জের ১৯ জন ও ২৬ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৮। যাদের ৭ জন সিলেটের , ৭ জন সুনামগঞ্জের ও ৪ জন হবিগঞ্জের বাসিন্দা। একই সময়ে সিলেটে করোনা আক্রান্ত অয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। যাদের দুই জন সিলেটের ও অপরজন হবিগঞ্জের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনরত রোগীর সংখ্যা ৬৯। যাদের ৩৬ জন সিলেটের ও ৩৩ জন সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে একইসময়ে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র প্রাপ্তের সংখ্যা ১১০। যাদের মধ্যে ২৯ জন সিলেটের, সুনামগঞ্জের ৪২ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের ২৬ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা পৌনে একটায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিস সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল পর্যন্ত ১৯৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১৬৩ জন, সুনামগঞ্জে ৩৯৬ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন।

সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ৪৪৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৪ জন, হবিগঞ্জে ৯৯ জন ও মৌলভীবাজারে ৭ জন।

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ জন, মৌলভীবাজারে ৪ জন সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ৩ জন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেটটুডেকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৭৫ জন সিলেট জেলার, ৪৬ জন সুনামগঞ্জ জেলার, হবিগঞ্জের ১৯ জন ও ২৬ জন মৌলভীবাজারের বাসিন্দা।

এছাড়া সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনরত মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৫৯। যাদের ২৭২৩ জন সিলেটের, ৫৬০১ জন সুনামগঞ্জের, ২৮১৩ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারের বাসিন্দা ২ হাজার ৭২২ জন। এদিকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র প্রাপ্তের সংখ্যা ১২ হাজার ৪৩৪। যাদের মধ্যে ২ হাজার ১০৩ জন সিলেটের, সুনামগঞ্জের ৫ হাজার ১৪৯ জন, হবিগঞ্জের ২ হাজার ৭৩৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৪৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনরত রোগীর সংখ্যা ১ হাজার ৪২৫।

আপনার মন্তব্য

আলোচিত