চুনারুঘাট প্রতিনিধি

১১ জুন, ২০২০ ২১:১৬

চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে মরদেহ বহনকালে ভেঙে পড়ে আহত ৬

হবিগঞ্জের চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার সময় তা ভেঙে পড়ে ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র ৮নং উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাঁও দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে এ ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানাযায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খনকারিগাঁও গ্রামের স্বর্গীয় নিরঞ্জন পালের পুত্র দুলাল পাল (৪০) হঠাৎ বুকে ব্যথায় ছটপট করতে থাকলে তাকে মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথিমধ্যে দুলাল মারা গেলে বিকাল ৩ টায় নিজবাড়িতে ফেরার পথে করাঙ্গী নদীর সাঁকো ভেঙ্গে দুলালের লাশসহ ৬ জন নদীতে ভেসে গেলে স্থানীয় এলাকাবাসী আধাঘণ্টা খোঁজাখুঁজির পর দুলালের লাশসহ আহত ৬ জনকে উদ্ধার করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধিগণ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। কিছু দিনের মধ্যেই সাঁকোটি পুনর্নির্মাণের আশ্বাস দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত