চুনারুঘাট প্রতিনিধি

১২ জুন, ২০২০ ১৬:৪৯

চুনারুঘাটে বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি

মহামারী করোনার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে দিশেহারা হবিগঞ্জের চুনারুঘাটের প্রান্তিক কৃষকেরা। গত কয়েকদিনের ভারী থেকে মাঝামাঝি বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, উপজেলার প্রান্তিক কৃষকেরা ধান কেটে ঘরে তুলে ধান রোদে শুকাতে পারছে না এই বৃষ্টির কারণে। ধান ঘরে থেকে ধান রোদ না পাওয়ায় গন্ধ এবং নষ্ট হয়ে যাচ্ছে। ধানের খেড় পচন ধরতে শুরু করেছে। এছাড়াও শাক -সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কৃষকরা ধান ঘরে তোলার পর পর-ই ধানের চারা রোপণে ধানিজমিতে এই বৃষ্টিতে হালচাষে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। কিন্তু এই মহামারী করোনার কারণে কৃষকেরা ধান কাটা সহ কৃষি কাজের শ্রমিক পাচ্ছেন না। যে কারণে দিশেহারা উপজেলার প্রান্তিক কৃষকেরা।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দীন সরকার জানান, এই মহামারী করোনা ক্লান্তি লগ্নেও উপজেলার প্রান্তিক কৃষকেরা প্রাকৃতিক রোদ-বৃষ্টি সহ্য করেও কৃষকেরা কৃষি কাজ করে যাচ্ছেন। তাই কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত