জুড়ী প্রতিনিধি

১২ জুন, ২০২০ ১৭:০৪

সড়ক সংস্কারের দাবিতে জুড়ীতে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে অনেক জনপ্রতিনিধি রাস্তা সংস্কার করে দিবেন এমন আশ্বাস দিয়েও সংস্কার না হওয়ার কারণে ক্ষোভে করোনার সময়েও মানববন্ধন করেছে এলাকার মানুষ।

শুক্রবার ২ ঘটিকার সময় ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী রাস্তার কাদার মধ্যে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশনেন শত শত মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার সময় এ রাস্তা দিয়ে মুক্তিযোদ্ধারা যাতায়াত করতেন। বর্তমানে বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে। তারপরও পাকাকরণ হয়নি রাস্তাটি। ভোটের সময়ে অনেকে এসে এ রাস্তা পাকাকরণের আশ্বাস দিলেও পাকাকরণ হয়নি রাস্তাটি।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন,বিভিন্ন ভাবে শুনি রাস্তার কাজ আসে কিন্তু রাস্তায় কাজ হয়না।টাকা কোথায় যায় আমি ও জানি না। কয়েকদিন আগে শুনেছি জেলা পরিষদ থেকে এ রাস্তার কাজ এসেছে কিন্তু এখনও হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী, প্রবীণ মুরব্বী সফর উল্লাহ, রেজান মিয়া,
ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, রায়হান উদ্দিন রাজ, আতবুর রহমান, এলাইছ মিয়া, জামাল হোসেন প্রমুখ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, কোথায় মানববন্ধন হয়েছে আমার জানা নেই, এই সময়ে মানববন্ধন করার কথা নয়।

আপনার মন্তব্য

আলোচিত