বড়লেখা প্রতিনিধি

১২ জুন, ২০২০ ২০:২৯

বড়লেখায় পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে শাকসবজির বীজ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনা মূল্যে শাক-সবজির বীজ এবং চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এই বীজ ও চেক তুলে দেওয়া হয়।

কৃষি বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।

পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টিবাগান স্থাপন প্রদর্শনী প্রকল্পে উপজেলার ৩২০ জন কৃষকের প্রত্যেককে ৪০০ টাকার ১০ জাতের বীজ দেওয়া হয়েছে। এরমধ্যে আছে পেঁপে, কলমিশাক, পুঁইশাক, মূলা, ডাঁটা, বেগুন, শিম, করোলা, লাউ এবং মিষ্টি কুমড়া।

এছাড়াও প্রত্যেক কৃষককে ১ হাজার ৯৩৫ টাকার চেক এবং প্রদর্শনী সাইনবোর্ডের জন্য ৩০০ টাকা দেওয়া হয়েছে। পুষ্টির চাহিদা নিশ্চিত করতে এই প্রকল্পটি নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত