সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০২০ ২১:৫৩

করোনাভাইরাস সংক্রমণ রোধে তথ্য অফিসের ডিসপ্লে বোর্ড স্থাপন

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে নানামুখী প্রচারণা অব্যাহত রেখেছে সিলেট জেলা তথ্য অফিস। পথপ্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি শনিবার (১৩ জুন) সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে করণীয় বার্তা সম্বলিত ৪টি ডিসপ্লে বোর্ড সিটি কর্পোরেশন ও জেলা সদরে স্থাপন করা হয়েছে।
 
৪টি ডিসপ্লে বোর্ড যথাক্রমে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্দর বাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে স্থাপন করা হয়েছে।

সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান, করোনা সংক্রমণের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকাখ্যাত সিলেট সিটি কর্পোরেশন ও এ জেলার জনসাধারণকে সচেতন করতে উক্ত বিলবোর্ডে সন্নিবেশিত তথ্য সমূহ সহায়ক ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য

আলোচিত