নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২০ ২২:০৬

সিলেট সদর উপজেলার বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের নির্দেশনায় ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে রাম কৃষ্ণ মিশন পুকুরে ৬০ কেজি, সদর উপজেলা পুকুরে ১৬০ কেজি, পুলিশ লাইন্স পুকুরে ৬০ কেজি, র‌্যাব ৯ কার্যালয় সংলগ্ন পুকুরে ৪০ কেজি এবং শাহী ঈদগাহ মাঠ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্তি করা হয়।

জানা যায়, মৎস্য অধিদপ্তরের ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে মোট ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সহকারি পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট বিভাগীয় সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ মোশাহিদ আলী, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো জিল্লুর রহমান, জেলা মৎস্য  কর্মকর্তা আবুল কালাম আজাদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট  আফছর আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আনছার আলী মহালদার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল আলম জুয়েল, ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমদ, সহ সাধারণ সম্পাদক ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু।

আপনার মন্তব্য

আলোচিত