ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৫ জুন, ২০২০ ২১:৩২

স্বাস্থ্যবিধি মানাতে ফেঞ্চুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, অর্থদণ্ড

সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার মাইজগাঁও, বিয়ালিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মাস্ক না পড়ায় ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমি মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান বলেন, স্বাস্থ্য বিধি অনুসরণ না করে চলায় ৭টা মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ও জনসচেতনতায় এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযান পরিচালনাকালে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত