১৭ জুন, ২০২০ ১৮:১২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরও দুইজনের শরীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের একজন নারী (৬২), তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকার বাসিন্দা। আরেকজন শিশু (১১), যার বাড়ী উপজেলার আশিদ্রোণ ইউনিয়নে।
শ্রীমঙ্গল উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিলেটটুডেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের নমুনা গত ৬ জুন সংগ্রহ করে ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো সেখান থেকে গতকাল একটি ও আজ একটি রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্ত ব্যক্তিদের বাড়ীগুলো লকডাউন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, আক্রান্ত শিশু ও নারী সুস্থ আছেন এবং তারা হোম আইসোলেশনে আছেন।
এদিকে দশদিন আগে নমুনা দেওয়ার সময় আক্রান্ত নারী অসুস্থ থাকলে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন বলে সিলেটটুডেকে জানিয়েছেন আক্রান্ত নারীর ছেলে।
উল্লেখ্য, এ পর্যন্ত শ্রীমঙ্গলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে যাদের মধ্যে দু’জন মারা গিয়েছেন এবং দশজন সুস্থ হয়ে উঠেছেন।
আপনার মন্তব্য