
১৭ জুন, ২০২০ ২৩:৫৭
সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে কবির মিয়া (৪৭) কে গ্রেপ্তা্র করেছে শাহপরান থানা পুলিশ। বুধবার (১৭ জুন) ভোরে টিলাগড়ের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কবির জালালাবাদ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী বলে জানায় পুলিশ।
বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃত কবিরকে ডাকা্ত ও হেরোইন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য