
২০ জুন, ২০২০ ১৬:৪২
করোনা ভাইরাসের কারণে জুড়ীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকার অসহায়, কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ান এর উদ্যোগে জুড়ীর ফুলতলা বিওপি এলাকায় ৭৪ পরিবার,ডাকটিল্লা এলাকায় ৩৩ পরিবার,রাজকী সীমান্ত এলাকায় ৮৩ পরিবার, লাঠিটিল্লা সীমান্ত এলাকায় ১৫৬ পরিবার, শিলুয়া এলাকায় ৬২ পরিবার, জুড়ী বিওপি এলাকায় ৩৭ পরিবার, মোকামটিল্লা এলাকায় ৩২ পরিবারসহ মোট ৪৭৭ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসবণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়ন এর সিইও লে. কর্নেল গাজী শহীদুল্লাহ, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, জুড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেন, লাঠিটিলা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাকির হোসেন, লাতু কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ লোকমান হাকিম, ফুলতলা কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল আওয়াল মুন্সী সহ বিওপি কমান্ডারগণ প্রমুখ।
বিজিবি ৫২ ব্যাটালিয়ান বিয়ানীবাজারের সিইও কর্ণেল লেফটেন্যান্ট মো শহীদুল্লাহ জানান, বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার কারনে বিজিবি প্রধানের নির্দেশে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী ২য় ধাপে আমরা গরিব,অসহায়,কর্মহীন মানুষের মধ্যে বিতরন করেছি। এসবের মধ্য রয়েছে চাল ৪ কেজি, আটা ৪ কেজি, ডাল ২কেজি, লবন ৫০০ গ্রাম।
আপনার মন্তব্য