তাহিরপুর প্রতিনিধি

২১ জুন, ২০২০ ২০:১৭

তাহিরপুরে বর্ষাকালীন কৃষি প্রণোদনা বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বর্ষাকালীন সবজি চাষের জন্য কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে  ২০১৯-২০২০ অর্থ বছরে পারিবারিক কৃষির সবজি পুষ্টি বাগান স্থাপনের অর্থ, বীজ ও উপকরণ বিতরণের লক্ষে তাহিরপুর সদর ইউনিয়নে প্রথম পর্বে ৩৫ জন কৃষকের মধ্যে এ প্রণোদনা দেয়া হয়।

এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা’র সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হাসান প্রমুখ।

প্রণোদনার মধ্যে রয়েছে সবজি বাগানের বেড়া ও সার মিলে ১৯শ’৩৫ টাকা, ১২ প্রজাতির বীজ।

আপনার মন্তব্য

আলোচিত