বিয়ানীবাজার প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২০ ২১:২১

বিয়ানীবাজারে ইউএনও’র বাসার নিরাপত্তায় ১০ আনসার

সিলেটের বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সরকারি বাসার নিরাপত্তায় ১০জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। শু্রকবার সকাল থেকে যথারীতি ৫জন আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করে দিয়েছে। রাত থেকে আরো ৫জন বাড়ানো হবে বলে জানা গেছে। এরা দুই শিফটে তার বাসার নিরাপত্তার দায়িত্বে থাকবে।

বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলা কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেছে এবং কিছুক্ষণ পরপর টহল দিচ্ছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সারাদেশে ইউএনওদের নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সরকারি নির্দেশণায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায়ও এ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব জানান, ঘটনা শুনার পর থেকে তিনি উদ্বিগ্ন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশের কাজ করে। এভাবে চলতে থাকলে জনসেবা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।

তিনি জানান, পুলিশ কিছুক্ষণ পরপর উপজেলা কমপ্লেক্স এলাকায় টহল দিচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি বিয়ানীবাজারবাসী সকলের সহযোগীতা চেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত