বড়লেখা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২২

বড়লেখায় ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত

মৌলভীবাজারের বড়লেখায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বড়লেখা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনা অবমুক্ত করা হয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব অাহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, মৌলভীবাজার সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, বড়লেখা উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্য সংগ্রহকারী সামছুল হাসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত