বিয়ানীবাজার প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২০ ২৩:০১

বিয়ানীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা তৈয়ব আলী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিয়ানীবাজারের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তৈয়ব আলী। সোমবার বাদ আসর বিকাল ৫টা ১৫ মিনিটের সময় পৌরশহরের মুরাদগঞ্জ জামে মসজিদে তার জানাযার নামায অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজার নামাজের পূর্বে বিয়ানীবাজার থানার একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় অংশ নেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর (জুলাটিল্লা) গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. তৈয়ব হোসে সোমবার সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত