বানিয়াচং প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৭

বানিয়াচংয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বানিয়াচং থানার কম্পাউন্ডে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বানিয়াচং থানা এবং থানাধীন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্র, এবং বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সকল ফোর্সদের উপস্থিতিতে বানিয়াচং থানার কম্পাউন্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছর ও এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন খান জানান, এই মহড়ার উদ্দেশ্য হলো মানুষকে আগুন নামক দুর্যোগ থেকে সাবধানতা অবলম্বন, সচেতনতা বৃদ্ধি করা। প্রতিবছরের ন্যায় আমরা এ বছর ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এই মহড়ার আয়োজন করি। আগুন কতো ভাবে লাগতে পারে এবং কিভাবে আমরা নিজেদের এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করতে পারি এই সকল বিষয় উপস্থাপন করে ফায়ার সার্ভিসের এই অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার সকল পুলিশ ফোর্স, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরাসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত