সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২০ ২১:১৮

সিলেট ল’ কলেজ ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ বলেছেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। আমাদের প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের জন্য সুশাসন প্রতিষ্ঠা হওয়া জরুরী। সিলেট ল’ কলেজ ছাত্রদল সিলেট মহানগর ছাত্রদলের একটি শক্তিশালী ইউনিট, ভবিষ্যতে সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা রাখবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’ কলেজ শাখা কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ল’ কলেজ সহ ছাত্রদলের সব ইউনিটে ছাত্রী নেতৃবৃন্দকে স্থান দেওয়া হবে। তিনি ল’ কলেজ ছাত্রদলের কার্যক্রম প্রশংসা করে বলেন, ল’ কলেজ ছাত্রদল আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাছিব, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, সাবেক পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক, জেলা ছাত্রদল নেতা রাজন আচার্য্য, এম.সি কলেজ ছাত্রদল নেতা মিনহাজ আহমদ।

শাকির হোসেন খোকার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও কামরুজ্জামান কামরুলের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ল’ কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি জাবেদ আহমদ, সহ সভাপতি টিপু সুলতান, তারেক চৌধুরী দিপু, আব্দুল মাজেদ দিপু, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সাইফুর রহমান রাজু, নুুরুল আমিন নিলয়, আজির উদ্দিন, কয়ছর আহমদ, আব্দুল কাদির, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম শাহেদ, আফরোজা জাফরীন, আমিনা বেগম ডলি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত