দিরাই প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫২

দিরাইয়ে হত্যা মামলার ৬ পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই উপজেলার বকুল মিয়া হত্যা মামলার পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিরাই উপজেলার নাচনী চন্ডপুর গ্রামের আরফত মিয়ার ছেলে ছইদুল মিয়া (২৮), ডালিম মিয়া (২৬) একই গ্রামের ইকরাম মিয়ার ছেলে মইনুল মিয়া (২৭), আরব আলীর ছেলে আলী হোসেন (৪০), মৃত মালদার আলীর পুত্র রেখাত আলী (৫৫) ও সাখাত আলী (৫২)। গ্রেপ্তরাকৃতরা সকলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে শুক্রবার উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষের নিহত হন বকুল মিয়া (২৬)। এ ঘটনায় বকুল মিয়ার বাবা আব্দুস ছাত্তার বাদী হয়ে ৪৩ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৬ সেপ্টেম্বর) বলেন, ‘থানায় দায়ের করা হত্যা মামলার পলাতক ৬ আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে দিরাই থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত