গোলাপগঞ্জ প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩২

গোলাপগঞ্জের লক্ষীপাশায় ডাকাতি

গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের বাইসমুরা রাস্তায় বাশ ফেলে সিএনজি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকার কয়েক শতাধিক মানুষ মাইকিং করে রাস্তায় নেমে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাতে  লক্ষীপাশা ইউনিয়নের বাটুলগঞ্জ-রাখালগঞ্জ সড়কে একদল ডাকাত রাস্তায় বাশ ফেলে সিএনজি অটোরিকশা আটকিয়ে  দুজন যাত্রীর হাত-পা বেঁধে প্রায় ২০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ডাকাডাকি করলে কয়েক গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন।

আব্দুল আলিম তুহিন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এলাকার মাইকে ডাকাতের খবর পেয়ে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছে। বাইসমুরা রাস্তায় প্রায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তিনি এই রাস্তায় প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান।
 
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত