নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫১

মুদি দোকান থেকে অজগর সাপ উদ্ধার

সিলেট নগরীর উত্তর পীরমহল্লা এলাকার একটি মুদি দোকানের পরিত্যক্ত টেবিলের ড্রয়ার থেকে তিন ফুট দৈর্ঘ্যের অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাজারের জাবেদ স্টোরের ড্রয়ারে সাপটি দেখতে পান মোহাম্মদ রজব আলি মিয়া। পরে বাজারের আলেছ, পিন্টু, মনির ও লাভলু সাপটি একটি বস্তায় ভরে পাহাড়িকা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন চৌধুরীকে জানান। ইমন

চৌধুরী বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম এর সাথে যোগাযোগ করেন। আজ রোববার বেলা ৩টায় বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কিম সাপটি গ্রহণ করেন।

বন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, দোকানের পাশেই মালনীছড়া। এই ছড়া থেকে সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি অজগরের বাচ্চা উদ্ধার হয়েছে।

আব্দুল করিম কিম বলেন, একসময় সাপ দেখলেই মানুষ পিটিয়ে মেরে ফেলত। এখন মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে যে, সব সাপ বিষাক্ত নয়। আর সাপ লোকালয়ে দেখলেই হত্যা করতে হয় না। উদ্ধার করে তা বনে অবমুক্ত করতে হয়।

আপনার মন্তব্য

আলোচিত