ছাতক প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৪

ছাতকে শারদীয় দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের সভা

ছাতকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী, ছাতক থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

আরও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, জেলা পূজা উৎযাপন পরিষদ নেতা এডভোকেট পীযুষ ভট্টাচার্য, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মহন্ত রায়, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, কালীবাড়ি পূজা কমিটির সভাপতি করুণা সিন্দু রায়, সৈদেরগাঁও পূজা কমিটির সভাপতি নিধু রঞ্জন দাস, মহামায়া পূজা কমিটির সভাপতি নিধু আচার্য, আখড়া পূজা কমিটির সভাপতি বিজয় পোদ্দার, কুমনা পূজা কমিটির সভাপতি কেশব পাল, নাথপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, কালীবাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।

সভায় উপজেলার ৩৬টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে সুধীর বিশ্বাস, রতন দাস, কৃষ্ণ দাস, ইন্দ্র মোহন সিং, ব্রজেন্দ্র সিং, কৃপেশ চন্দ্র দাস, বনমালী চৌধুরী, পরেশ চন্দ, কানু প্রিয় দাস, শ্যামল দাস, শিমুল দাস, রাজিন্দ্র নাথ, গৌরাঙ্গ দাস, অজিত ভৌমিক, ভ্রমর সূত্রধর, রনজিত দাস, লিটন ঘোষ, অমরেশ সরকার সঞ্জু, দুলাল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূজার সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত, বিসর্জন দিনের বেলায় সম্পন্ন করনসহ শান্তিপূর্ণ পূজা পালনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত