ওসমানীনগর প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২০ ০১:৩৫

সাদিপুরে চেয়ারম্যান পদে আ.লীগের কবির উদ্দিন বিজয়ী

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১২৯ ভোট।

এছাড়া সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ আনারস প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট।

ইউনিয়নে মোট ২১ হাজার ৮৮৩ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৯৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৯৮টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। ভোট প্রদানের শতকরা হার ৬৮.৪৮।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শেষে তাৎক্ষণিকভাবে বেসরকারি ফলাফল জানিয়ে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল সন্ধ্যা সাড়ে ৭টায় কবির আহমদকে বিজয়ী ঘোষণা করেন। মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ এ নিয়ে চতুর্থবারের মতো সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের টানা দুইবারের নির্বাচিত বিএনপি মনোনীত চেয়ারম্যান আবদুর রব। এতে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়লে গত ১৪ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আপনার মন্তব্য

আলোচিত