নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২০ ১৪:১৮

নির্বাচনে প্রার্থী হতে পদ ছাড়লেন সেলিম, নতুন দায়িত্বে বিজিত

সিলেট জেলা ক্রীড়া সংস্থা

সিলেট জেলা ক্রীড়া সংস্খার সাধারণ সম্পাদক পদ থেকে পদতাগ করেছেন মাহিউদ্দিন সেলিম। সংস্থাটির নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন বিজিত চৌধুরী। তিনি আগে জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে ছিলেন। বুধবার (১১ নভেম্বর) সেলিম পদত্যাগ করেন। একইদিনে দায়িত্ব নেন বিজিত।

জানা যায়, সিলেট জেলা সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের আয়োজনের অংশ হিসেবেই পদত্যাগ করেছেন সেলিম। দীর্ঘ দশ বছর পর আদালতের নির্দেশে ক্রীড়া সংস্থার নির্বাচন হতে যাচ্ছে। আজকেই (বৃহস্পতিবার) এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এই নির্বাচনে মাহিউদ্দিন সেলিম আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হবেন বলে জানা গেছে।


জাতীয় ক্রীড়া পরিষদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী অ্যাডহক কমিটির কেউ নির্বাচন করার সুযোগ না থাকায় মাহিউদ্দিন আহমদ সেলিম কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে মাহিউদ্দিন সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজ্ঞাপন



সেলিমের পদত্যাগ ও নিজের দায়িত্বগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ক্রীড়া সংস্থার নতুন সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, কালকেই (বুধবার) আমি দায়িত্ব নিয়েছি। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিনকে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

এরআগে সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল।

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর মাসের শুরুতেই সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন করার কথা।

প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে ২০১৫ সালের এপ্রিলে সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও মাহিউদ্দিন সেলিমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আহবায়ক কমিটি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটির অন্যান্য সদস্য ছিলেন, সহ-সভাপতি সিলেটের পুলিশ সুপার, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী ও নাজনীন হোসেন।

৯০ দিনের মধ্যে নির্বাচনের জন্য করা ছিলো এই অ্যাডহক কমিটির। পরবর্তীতে বিভিন্ন মামলা থাকায় দফায় দফায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। নির্বাচিত পরিষদের চেয়েও বেশি সময় প্রায় সাড়ে ৫ বছর সময় দায়িত্বে রয়েছে এই কমিটি।

আপনার মন্তব্য

আলোচিত