মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট

১২ নভেম্বর, ২০২০ ১৮:৪২

গোয়াইনঘাটের উনাইর বিলে কৃষকের নতুন স্বপ্ন

সিলেটের গোয়াইনঘাটে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পশ্চিম আলীর গাঁও মৌজার উনাইর বিলে প্রায় ২৫ একর বিলের ভূমিতে শীতকালীন, শাক-সবজিসহ ফসল আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় শতাধিক কৃষি নির্ভর পরিবার। উনাইর বিলে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা কৃষি আবাদের মাধ্যমে উক্ত বিলকে কাজে লাগাতে উদ্যোগ নেন।

স্থানীয় উপজেলা কৃষি বিভাগ উক্ত বিলের চাষাবাদে জড়িত কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

সরজমিনে দেখা যায়, উনাইর বিলে চাষাবাদ ব্যস্ত কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চাষ এবং বিভিন্ন ফসলের জন্য জমির ভিটি তৈরী করছেন। শীতকালীন শাক-সবজির মধ্যে ফরাস, মুলা, পুইশাক, লালশাক, পেয়াজ, টমেটো, আলু, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, কাচামরিচ, নাগামরিচ, বাধাঁকপি, ফুলকপি, শষা, শরিষা, মিষ্টিআলুসহ ফসলাদি ফলাতে ঘাম ঝড়াচ্ছেন।

এ ব্যপারে সরেজমিন কথা হয় কৃষক মো. মোস্তাক আহমদ ডালিম, মুহিবুরর হমান, আব্দুল্লাহ, সমছুল হক,মঞ্জুর রহমান, জাকারিয়াসহ কয়েকজন সাথে। তারা জানান, প্রায় ২০ বছর ধরে চাষাবাদের আওতায় থাকা উনাইর বিলে এবার প্রচুর পলি আসায় কৃষকরা ব্যপক উৎসাহীত হয়েছেন। জাফলংসহ আশপাশের কোয়ারীগুলো বন্ধ থাকার কারণেও অনেকে কৃষি আবাদে যুক্ত হচ্ছেন।

উপজেলা কৃষিবিভাগের দিকনির্দেশনায় কৃষকদের শীতকালীন শাকসবজি ফলাচ্ছেন বলে কৃষকরা জানান। তারা বলেন, প্রতি বছর শীত মৌসুমে এই উনাইর বিল চাষাবাদ অব্যাহত থাকলে প্রতিশীত মৌসুমে প্রায় বিশ লক্ষ টাকা আয়করা সম্ভব।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী জানান, উনাইর বিলে শীতকালীন শাক-সবজি চাষাবাদে স্থানীয় কৃষকরা জড়িয়েছেন শুনে অত্যান্ত ভালো লেগেছে। আমি সরজমিনে পরিদর্শন করে উক্ত বিলের রোপায়িত ফসল দেখবো এবং ভালো ফসল উৎপাদনে কৃষকদের যেকোন সহযোগিতা উপজেলা কৃষিবিভাগ পাশে থাকবে।

 

আপনার মন্তব্য

আলোচিত