নবীগঞ্জ প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২০ ১৯:২১

নবীগঞ্জে অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধার

গৃহহীনদের ঘর নির্মাণের জন্য স্থান নির্ধারণ

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। এ বিষয়ে মাঠ প্রশাসনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনাও পৌঁছে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন অবৈধ দখলদারে কবল থেকে সরকারী খাস জমি উদ্ধার করে এতে গৃহহীনদের ঘর নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছে¡দ করা হয়। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন সরেজমিনে উপজেলার কুর্শি ইউনিয়নে ও আউশকান্দি ইউনিয়নে সরকারী খাস জমি পরিদর্শন করেন। এসময় তারা অবৈধ দখলদারদের উচ্ছে¡দ করে ঘর নির্মাণের জন্য স্থান নির্ধারণ করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,  নবীগঞ্জ উপজেলায় প্রায় ৩৯০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন ৬০টি পরিবারের পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি ভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি প্রদান করে ঘর নির্মাণ করে দেওয়া হবে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে।

এ ব্যাপারে এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা সফল করতে সর্বাত্মক কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরে বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে মাঠ প্রশাসন। এসব প্রকল্পে কেউ অনিয়ম-দুর্নীতি করলে তা বরদাস্ত করা হবে না।

 

 

 

A‰ea `Lj`vi‡`i Kej †_‡K Lvm Rwg D×vi

bexM‡Ä M„nnxb‡`i Ni

wbg©v‡Yi Rb¨ ¯’vb wba©viY

 

ÔAvkÖq‡bi AwaKvi †kL nvwmbvi DcnviÕ GB ‡køvMvb‡K mvg‡b †i‡L gywRee‡l©i g‡a¨ f~wgnxb I M„nnxb mKj cwiev‡ii Rb¨ Ni wbwð‡Z me©vZ¥K KvR K‡i hv‡”Q miKvi| G wel‡q gvV cÖkvm‡bi Kv‡Q cÖavbgš¿x †kL nvwmbvi wb‡`©kbv Abyhvqx cÖ‡qvRbxq wb‡`©kbvI †cuŠ‡Q †`Iqv n‡q‡Q| GiB †cÖwÿ‡Z nweM‡Äi bexMÄ Dc‡Rjvi M„nnxb I f‚wgnxb‡`i cybe©vmb Kivi Rb¨ cÖ¯‘wZ m¤úbœ Kiv n‡q‡Q| wewfbœ A‰ea `Lj`v‡i Kej †_‡K miKvix Lvm Rwg D×vi K‡i G‡Z M„nnxb‡`i Ni wbg©v‡Yi cÖ¯‘wZ †bqv n‡”Q|

 

e„n¯úwZevi (12 b‡f¤^i) we‡K‡j Dc‡Rjvi wewfbœ ¯’v‡b A‰ea `Lj D‡”Q¡` Kiv nq| nweMÄ-1 Avm‡bi msm` m`m¨ MvRx †gvnv¤§` kvnbIqvR wgjv` I Dc‡Rjv wbe©vnx Kg©KZ©v †kL gwnDwÏb m‡iRwg‡b Dc‡Rjvi Kzwk© BDwbq‡b I AvDkKvw›` BDwbq‡b miKvix Lvm Rwg cwi`k©b K‡ib| Gmgq Zviv A‰ea `Lj`vi‡`i D‡”Q¡` K‡i Ni wbg©v‡Yi Rb¨ ¯’vb wba©viY K‡ib| 

 

Dc‡Rjv wbe©vnx Kg©KZ©vi Kvh©vjq m~‡Î Rvbv ‡M‡Q,  bexMÄ Dc‡Rjvq cÖvq 390 Rb f~wgnxb I M„nnxb cwiev‡ii ZvwjKv m¤úbœ Kiv n‡q‡Q| Gi g‡a¨ cÖ_g ch©v‡q ÔKÕ †kÖwY A_©vr f‚wgnxb I M„nnxb 60wU cwiev‡ii cybe©vmb Kvh©µg ïiæ Kiv n‡q‡Q| cÖ_g ch©v‡q ÔKÕ †kªwY fz³ f~wgnxb I M„nnxb cwievi‡K 2 kZvsk Lvm Rwg cÖ`vb K‡i Ni wbg©vY K‡i †`Iqv n‡e| `yB K¶ wewkó cÖwZwU Avav cvKv N‡ii wbg©vY e¨q aiv n‡q‡Q 1 jvL 71 nvRvi UvKv| me¸‡jv evwo miKvi wba©vwiZ GKB wWRvB‡b wbg©vY Kiv n‡e| ivbœvNi, mshy³ Uq‡jU I BDwjwU †¯úmmn Ab¨vb¨ myweav _vK‡e Gme evwo‡Z|

 

G e¨vcv‡i Ggwc MvRx †gvnv¤§` kvnbIqvR wgjv` e‡jb, cÖavbgš¿x †kL nvwmbv gywRe e‡l© †`‡ki me f~wgnxb I M„nnxb cwiev‡ii Ni †`Iqvi †h †NvlYv w`‡qwQ‡jb, Zv mdj Ki‡Z me©vZ¥K KvR Pj‡Q| cÖavbgš¿xi wb‡`©kµ‡g cÖ_g ch©v‡q ÔKÕ †kªwY A_©vr f~wgnxb I M„nnxb cwievi cybe©vmb Kvh©µg ïiæ Kiv n‡q‡Q| gywRee‡l© †`‡ki me gvbyl‡K N‡i e‡›`ve¯‘ K‡i †`Iqvi Avk¦vm w`‡q cÖavbgš¿x e‡jwQ‡jb, evsjv‡`‡ki GKRb gvbylI M„nnxb _vK‡e bv| ‡mB wb‡`©kbv Abyhvqx KvR Ki‡Q gvV cÖkvmb| Gme cÖK‡í ‡KD Awbqg-`yb©xwZ Ki‡j Zv ei`v¯Í Kiv n‡e bv|

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত