জগন্নাথপুর প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২০ ২০:১৩

জগন্নাথপুরে সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, প্রতি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নিজের পরিবার মনে করে কাজ করতে হবে। সব সময় অসহায়, হতদরিদ্র লোকদের কাজ করতে হবে, এই সরকারি উন্নয়নের মধ্যমে একটি পরিবার ও গ্রহ বিন্দ থাকবে না। সবাই সরকারের উন্নয়ন কাজ গুলো তদারকি করতে হবে। তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদে মতবিনিময়ে এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পর্যায়ে কমর্রত কর্মকর্তাগণের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানে সভাপতিত্বে সহকারী কমিশনার ভুমি ইয়াসিন আরাফাতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর কৃষি কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর বর সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মুখলেছুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশলী গোলাম সারোয়ার, সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন প্রমুখ। বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান সকালে জগন্নাথপুর ভুমি অফিস, সহ সকল সরকারি দপ্তর পরিদর্শন করেছেন পরে তিনি একটি বাড়ি একটি খামারের উঠান বৈঠকে যোগদেন।

এদিকে বিকালে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে উদ্যোগে সার্জিকেল মাস্ক, হাত ধায়ার সাবান ও ব্লিচিং পাওডার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সামগ্রী বিতরণ করেন। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা সভাপতিত্বে। উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আব্দুল গফুর প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত