ছাতক প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২০ ২২:৪৩

গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতকে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ১৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

শুক্রবার (২৭নভেম্বর) দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুর্শী গ্রামের আঙ্গুর মিয়া গরু নিয়ে মাঠে যাওয়ার সময় একই গ্রামের আব্দুল হকের জমিতে ঢুকে পড়ে। এক পর্যায়ে গরু কর্তৃক জমির আমন ধান নষ্ট হওয়ায় অভিযোগে আব্দুল হকের সাথে আঙ্গুর মিয়ার বাকবিতণ্ডা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায়-দফায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরতিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

সংঘর্ষে গুরুতর আহত হারুন মিয়া (৫০), জুয়েল আলম (৩৭), সদরুল আলম (৪০), আইয়ুব আলী (৪৫), রুস্তুম আলী (৩৫), ফিরোজ মিয়া (৩৪), সাইদুল ইসলাম (২৬), আয়েছ মিয়া (২০), শিপন মিয়াসহ (২৩) উভয়পক্ষ ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারজন (৩০), ইনজু মিয়া (৩৫), রশিদ মিয়া (১৬), সহিদুল (৪২), জসিম (২৪), মহরম আলী (২৮), আইন উদ্দিন (১৯), রফিকুল (২০), পাভেল (২০), যদু মিয়া (৪০), আউয়াল (২৬), কদ্দুছ মিয়া (৩০), ফয়ছল আহমদ (৩২), রুমন মিয়া (১৯), নিজাম উদ্দিন (২৫), সাজ্জাদ আহমদ (২০), তাজ উদ্দিন (৪৫), আইনুল ইসলাম (৩৬), আফরুজ মিয়া (৬০), জুবেল মিয়া (৩৫), রাহেব আহমদসহ (২২) অন্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতাল ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত