নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৩

সড়ক দখল করে ব্যবসা, সিসিকের অভিযানে জরিমানা

সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত নগরীর দক্ষিন সুরমা এলাকার বিভিন্ন স্থানে সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও ট্রেড লাইসেন্স বিহীন অপরাধে মামলা ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

রবিবার (৬ ডিসেম্বর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নগরীর ষ্টেশন রোড, ভার্তখলা, বাবনা পয়েন্ট, ঝালোপাড়ায় সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিসিকের বাজার শাখা, লাইসেন্স শাখা সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত