নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২০ ২৩:০৩

ডিজিটাল পদ্ধতিতে ভোট চুরির জন্যে ইভিএম: নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ‘ক্ষমতায় যেতে জনগণের ভোটের প্রয়োজন না পড়ার সব কৌশল পাকাপোক্ত করেছে বর্তমান সরকার। ব্যালটের ভোট চুরি এখন তাদের লজ্জায় ফেলে দেয় তাই ডিজিটাল ভোট চুরির জন্য বিশ্ব নিন্দিত অস্ত্র ইভিএম পদ্ধতি তারা নিয়ে এসেছে।’

রোববার (৬ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।

নাসের রহসান বলেন, ‘বর্তমান দেশ পরিচালনাকারীদের সরকার বলা যায় না। ভুয়া ক্ষমতাধারী এক নায়ক নেত্রী দেশের সমস্ত গণতান্ত্রিক সিস্টেম নষ্ট করে দিয়েছেন। সবাই ঐক্যবদ্ধ থাকুন। আগামী সংসদ নির্বাচন আর আওয়ামী লীগের অধীনে হবে না।’

সম্মেলনের প্রথম অধিবেশনে বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), সহ সভাপতি এমএ মুকিত, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বখত, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা যুবদলের পক্ষে সাইফুল ইসলাম খোকন, আব্দুল কাদির পলাশ ও এসএম শরীফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দলের পক্ষে রায়হান মোহাম্মদ মুজিব, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী সেলিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফয়ছল আহমদ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি পদে পুনরায় আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস শহীদ খানের নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল হাফিজকে সভাপতি, মুজিবুর রহমান খছরু সাধারণ সম্পাদক ও অধ্যাপক আব্দুস শহীদ খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আপনার মন্তব্য

আলোচিত