সিলেটটুডে ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৫ ১৭:০৭

শিক্ষা মানুষের এগিয়ে যাওয়ার মূল শক্তি : ডা. শাহলা খাতুন

জাতীয় অধ্যাপক ডা. শাহলা খুতন বলেছেন, মানুষের এগিয়ে যাওয়ার মূল শক্তি হচ্ছে শিক্ষা। লেখাপড়া ছাড়া কোনভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। সফলতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। জীবনের লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

তিনি আজ মঙ্গলবার দুপুরে বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা সীমান্তিকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে এক আলোচনা সভায় অংশ নেন। সীমান্তিক পরিচালিত ডেভেলপিং মিডওয়াভ প্রজেক্টের কোর্সে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সীমান্তিকের উপশহরস্থ প্রকল্প অফিসে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বক্তৃতাকালে তিনি আরো বলেন, দেশে এখনো সত্তোরভাগ মহিলা বাড়িতে সন্তান প্রসব করেন। শিক্ষার্থীদের সেবায় কাজ করার মানসিকতা থাকতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি এ কাজে ধৈর্য্য ও সাহস রাখতে হবে। মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক এর পরিচালক শীপা হাফিজা। সীমান্তিকের নির্বাহী পরিচালক পার্ভেজ আলম, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রঊফ তাপাদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, প্রকল্প পরিচালক ডা. রুহুল আমীন, ডা. শুক্লা দেব উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত