গোলাপগঞ্জ প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২১ ১৩:১২

বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করাদের শাস্তির আওতায় আনা হবে: নাসির

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে যারাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইতিমধ্যে তাদের দল বহিষ্কার করেছে। তাদের পক্ষে যেসব নেতাকর্মী কাজ করবে তাদেরও শাস্তির আওতায় আনা হবে। সহযোগী সংগঠনেরও যদি কোন নেতাকর্মী যদি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করেন তাদেরও ছাড় দেওয়া হবে না। যারা বঙ্গবন্ধুকে ভালবাসেন, তারা কখনো নৌকার বিরুদ্ধে কাজ করবেনা।  সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে উপজেলা অডিটোরিয়ামে  নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিক আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ,  যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মুবশির আলী, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, মনসুর রশীদ চৌধুরী,  জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

আরও বক্তব্য রাখেন নৌকার প্রতীকের মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিদুর রহমান আশাই, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জয়নাল আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সোহেল।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মনসুর আহমদ, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক,  আওয়ামী লীগ নেতা রুমেল সিরাজ, মাজেদ শরীফ চৌধুরী সহ  উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত