তাহিরপুর প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২১ ২০:৩০

তাহিরপুরে মাথা গোজার ঠাঁই পেলো ২৪ পরিবার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ২৪ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও করফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের নিকট নির্মিত এসব ঘর হস্তান্তর করা হয়।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২৪ টি ঘর নির্মিত হয়েছে। বরাদ্দকৃত বাকী  ঘরও নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পূর্বে তাহিরপুর উপজেলা কনফারেন্স রুমে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,ইউপি সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত