ছাতক প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২১ ০০:৫৪

ছাতকে স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশে দুপক্ষের হাতাহাতি

ছাতকে স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫জানুয়ারি) বিকেলে শহরের সুলেমান কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা, পৌর ও দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এ যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামছুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক জাকারিয়া আল মামুন, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মহি উদ্দিন মনির, ফরহাদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বাকি বিল্লাহ, আবিদুর রহমান আবিদ, আবুল হোসেন, এরশাদুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক তোফায়েল খান বিপন প্রমুখ।

সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-প্রচার সম্পাদক মকবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নিয়ামত উল্লাহ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা রিগেন পাশা, সজীব রশিদ চৌধুরী, বশির আহমদ, রাহেল আহমদ, রুবেল আহমদ, মুদাব্বির হোসেন, সুলেমান মিয়া, শাহিদ আহমদ, খলিলুর রহমান, আব্দুস শহিদ, বশির আহমদ, হেলাল আহমদ, রবিউল আলম, তারেক আহমদ, আলাল আহমদ, মতিউর রহমান, মাহমুদ আলী, রাজু মিয়া, মোহাম্মদ আলী, জিয়াউর রহমান, বিমল সরকার, সায়মন আহমদ, হেলাল উদ্দিন, সাজ্জাদ হোসেন মনির, সানূর মিয়া, সাহাব উদ্দিন, লিটন মিয়া, আব্দুল কাইয়ূম, মীর কামিল, দিলোয়ার হোসেন, সাদিক হোসেন ফয়সল আহমদ সহ ছাতক উপজেলা, পৌর ও দোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পরিচিতি পর্ব নিয়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছুড়াছুঁড়ির ঘটনা ঘটে। এতে ৬-৭জন আহত হন। পরে নেতৃবৃন্দের মধ্যস্ততায় বিষয়টি নিষ্পত্তি হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ চৌধুরী শামীম বলেছেন, নেতৃত্ব হবে প্রতিযোগীতামূলক, প্রতিহিংসামূলক নয়। ছাতক-দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর স্বেচ্ছাসেবকদলের কমিটি সচ্ছতার ভিত্তিতেই হবে। হামলা-মামলার শিকার যারা হয়েছেন এবং বিগত দিনে রাজপথে ছিলেন তাদেরকেই কমিটিতে মূল্যায়ন করা হবে। কারো মুখ দেখে কমিটি বা পকেট কমিটি করার দিন শেষ হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত