মাধবপুর প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২১ ১৮:০৮

মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ আটকের পর মাটি চাপা

হবিগঞ্জের মাধবপুর বাজার থেকে মানব দেহের জন্য ক্ষতিকারক উৎপাদন নিষিদ্ধ পিরহানহা মাছ জব্দ করে মাটিচাপা  দেয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক এর নেতৃত্বে মঙ্গলবার (২৬ জানুয়ারী) মাধবপুর উপজেলা সদরের মাছের বাজারে মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় এক মাছ ব্যবসায়ী মানবদেহের জন্য ক্ষতিকারক পিরানহা মাছ বিক্রি করছেন দেখতে পান । সেখান থেকে প্রায় ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। মৎস্য বিভাগের অভিযান আচঁ করতে পেরে মাছ রেখে ওই ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়।

পরে উপজেলা পরিষদের চত্বর এলাকার খাল পাড়ে জব্দকৃত পিরানহা মাছ জনসস্মুখে মাটি চাপা দেয়া হয়।

মৎস্য কর্মকর্তা বলেন পিরানহা মাছ মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকারক। এটা রাক্ষসী মাছ হিসেবে পরিচিত। তাই এ ক্ষতিকারক মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ। মাঝে মধ্যে বাইরে এলাকা থেকে একশ্রেণী ব্যবসায়ী অধিক মুনাফার লোভে উপজেলার বিভিন্ন হাটবাজারে রুপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে প্রতারণা করে আসছে। মৎস্য বিভাগ ক্ষতিকারক পিরানহা মাছ সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে হাট বাজারে অভিযান করছে বলে জানান মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত