জুড়ী প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০২১ ১৭:০০

জুড়ী বটুলী-ইমিগ্রেশন চেকপোস্ট রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামবাসীসহ আশপাশের কয়েকটি গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপ্রয়োযোগী হয়ে পড়েছে। ভারত থেকে মালামাল আমদানি করতে এ রাস্তা দিয়ে যান চলাচল থাকে সব সময়।

এছাড়া সীমান্তঘেষা নদীর পাশ্ববর্তী হওয়ায় নদীতে তলিয়ে গেছে রাস্তার বেশিরভাগ অংশ। এ ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পূর্ব বটুলী এলাকা বাসীর উদ্দ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বটুলী ইবতেদায়ী মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ।

মো. আবু হানিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক এম এ মতিন মতি, মো. আমির হোসেন, ইউ পি সদস্য মো. মঈন উদ্দিন প্রমুখ।

এলাকাবাসীর অভিযোগ, বটুলী ইবতেদায়ী মাদরাসার সম্মুখ রাস্তাটি নদী ভাঙ্গার কারণে মাদরাসার দক্ষিণ পাশের শতশত মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারকাজ হচ্ছে না। সরকার ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বছরে রাজস্ব আদায় করলেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি, তারা রাস্তা সংস্কারের জন্য জোর দাবি জানান।

অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী ইয়াকুব আলী, আসুক মিয়া, মদরিছ আলী, আব্দুল অদুদ, মুক্তাদির হোসেন মুক্তা, ড. তানিম আহমদ, মতই মিয়া, আব্দুল আলিম, তারেক আহমেদ, হাফিজ আব্দুল মুহিত, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, মকবুল মিয়া, ইছহাক আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত