সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০২১ ০২:০৭

সিলেটে জসিম হত্যা: প্রধান আসামি সালাউদ্দিন গ্রেপ্তার, স্বীকারোক্তি

সিলেট নগরের একটি হত্যা মামলার আসামি সালাউদ্দিন ওরফে ফুলন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলাধীন টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সে ওসমানীনগর কোনাপাড়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে সে বিভিন্নস্থানে ভাসমান অবস্থায় বসবাস করছিল। 

ওইদিন দুপুরে হত্যার দায় স্বীকার করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুলন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্র জানায়, ২০১৯ সালের ২৪ জুন সালাউদ্দিন ভাঙারির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জসিম নামের এক যুবককে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করে। এসময় জসিমের বন্ধু চিকন আলী, ছেনু মিয়াকে মারধর করা হয় টাকার জন্য। জসিমকে ছুরিকাঘাতে হত্যা করার পর ভয়ে চিকন আলী ও ছেনু মিয়া পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জসিমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ২৫ জুন রাত ১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত