সিলেটটুডে ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০২১ ২০:১৩

সিলেটে মাছের ভাসমান খাবারের যন্ত্রের উদ্বোধন

কৃষি মন্ত্রনালয়য়ের অতিরিক্ত সচিব মোঃ মতিউর রহমান বলেছেন, দেশের মানুষের অব্যাহত চাহিদা মোকাবেলায় মৎস্য উৎপাদনে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধারা যেভাবে দেশকে স্বাধীন করেছেন সেভাবে দেশীয় সম্পদকে জনকল্যাণে কাজে লাগিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। আমাদের উৎপাদন বাড়াতে হবে ক্ষেতে খামারে কলে কারখানায়।

তিনি সোমবার সকালে নগরীর পশ্চিম সুবিদবাজারে পিয়াইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্ট এর ফ্যাক্টরিতে মাছের খাবারের ভাসমান মেশিন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ এর প্রকল্প পরিচালক মতিউর রহমান আরো বলেন, মৎস্য চাষে দেশকে অনেকদূর এগিয়ে নিয়েছেন উদ্যোক্তারা। মৎস্যচাষে খাদ্য সংকট দূর করার জন্য মাছের খাবার প্রস্তুতের জন্য এনএটিপি বিভিন্ন টেকনিক্যাল সহায়তা দিয়ে আসছে।

বিভাগীয় মৎস্য উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে পিয়াইন এগ্রোর প্রোপ্রাইটর এম এ রহিম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের এনএটিপি প্রজেক্টের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসিন। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন ও সহকারী মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান জিয়াউল হক, জেলা বারের আইনজীবি এডভোকেট ড. শহিদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান খোদেজা রহিম কলি, সুবিদবাজার ব্যবসায়ী আব্দুল মুকিত রিপন, সাংবাদিক শাহনেওয়াজ তালুকদার, সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য বিভাগের সিআইজি গ্রুপ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পরে মাছের খাবারের পিলেট মেশিন, ক্রাশার ও মিক্সচার মেশিন উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত