নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি , ২০২১ ১৪:৪৯

বেইলি সেতুর পাটাতন ধসে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

মৌলভীবাজারে খিন্নী ছড়া নদীর ওপর বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে পড়ায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় লোকজন জানান, ভোর সাড়ে ৫টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের কাছে বেইলি ব্রিজটির তিনটি পাটাতন খুলে পড়ে। এতে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে সড়ক ও জনপথ বিভাগের টেকনিশিয়ানরা পাটাতন মেরামত সম্পন্ন করলে যান চলাচল স্বাভাবিক হয়। বিকল্প কোনো সড়ক না থাকায় ৮ ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয় হাজারো মানুষকে।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, পাথরবোঝাই একটি ভারী ট্রাক পারাপারের সময় পাটাতন খুলে যায়। এই সেতুতে প্রায়ই পাটাতন খুলে পড়ে।

তিনি বলেন, এ সড়ক দিয়ে কুলাউড়া, ব্রাহ্মণবাজার ও রবিরবাজার থেকে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে।

সড়ক ও জনপথ বিভাগ এরই মধ্য সেতু মেরামতের কাজ শুরু করেছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী (এসও) পার্থ সরকার জানান, এই বেইলি ব্রিজ দিয়ে গাড়ির বডিসহ ৫ থেকে ৭ টন যান চলাচলের কথা। কিন্তু চালকরা নির্দেশ না মেনে অধিক ওজনের গাড়ি নিয়ে চলাচল করায় এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মেরামত সম্পন্ন হয়েছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সওজের প্রকৌশলী পার্থ সরকার বলেন, শিগগিরই এখানে স্থায়ী সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা।

আপনার মন্তব্য

আলোচিত