নিজস্ব প্রতিবদেক

২৫ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:২৩

টিকা নিয়ে সিলেটে আসা প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না

করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে থাকতে হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। তবে এই নিয়ম এবার শীতিল করেছে সরকার। করোনার টিকা প্রদান শুরুর পর কোয়ারেন্টিনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

কোভিড-১৯ সার্টিফিকেট প্রদর্শনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ক একটি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কাছে এসে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে বাংলাদেশে আগত যাত্রীদের মধ্যে যারা কোডিড-১৯ ভ্যাকসিনের ২য় ডোজ ইতোমধ্যে গ্রহণ করেছেন এবং ২য় ডােজ টিকা গ্রহণের পর ১৪ দিন পার করেছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে না।

এছাড়া টিকার ২টি ডোজ যারা গ্রহণ করেছেন তাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শনের প্রয়োজন নেই।

আপনার মন্তব্য

আলোচিত