জৈন্তাপুর প্রতিনিধি

২০ মার্চ, ২০২১ ১৮:০৬

জৈন্তাপুরে কমিউনিটি ক্লিনিকের নব-নির্মিত ভবনের উদ্বোধন

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ গ্রামে কমিউনিটি ক্লিনিকের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুর ২টায় লক্ষীপ্রসাদ গ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের মন্ত্রী ইমরান আহমদ (এমপি)।

এ সময় তিনি বলেন, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ও পরবর্তী সেবা এবং পরিবার-পরিকল্পনা শিক্ষা ও পরামর্শ প্রদানের লক্ষে গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া লোকজনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেতে কমিউনিটি ক্লিনিক নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। আজ স্বাস্থ্য খাতে সবচেয়ে সফল হিসেবে পরিচিতি পেয়েছে কমিউনিটি ক্লিনিক।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার ভূমি ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার , অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমিনুল হক সরদার, ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাঈনুল মুরসালীন রুহেল, খলিলুর রহমান জীবন, সামছুজ জামান, ইমরান আহমদ দুলাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত