সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০২১ ২০:৩৪

ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে প্রগতিশীল সংগঠনসমূহ।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরের জিন্দাবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মার পরিচালনায় বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেটের সংগঠক তানজিনা বেগম।

এসময় বক্তারা বলেন, ‘ঢাকায় প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকার যদি মনে করে সন্ত্রাস দিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে আটকানো যাবে তাহলে তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। হামলা-মামলা করে এ দেশের মানুষকে কখনো আন্দোলন থেকে বিরত রাখা যায়নি এবারও রাখা যাবে না। সারাদেশে এসব সন্ত্রাসীদের প্রতিহত করতে ছাত্রসমাজ একত্রিত হচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমন্ত্রণ জানানো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। আমাদের স্বাধীনতার চেতনা হলো অসাম্প্রদায়িকতা। কিন্তু এই নরেন্দ্র মোদির হাতে এখনো গুজরাটের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়শই ভারতের বিএসএফ গুলি করে বাংলাদেশের জনগণকে হত্যা করছে। এ সব হত্যার কোনো বিচার হচ্ছে না। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ এখনো পায়নি। তিস্তা চুক্তির কথা থাকলেও দীর্ঘকাল অতিক্রান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি। নদী, বন্দর, সুন্দরবন সবকিছু ভারতীয় আগ্রাসনের শিকার।’

আপনার মন্তব্য

আলোচিত