বড়লেখা প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২১ ২২:৪৯

বড়লেখায় ৯৪ ব্যাচের উদ্যোগে ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় পিসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মাহে রমজান ও করোনার প্রভাবে বেকার ও দুস্থ ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জনপ্রতি ২০ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৩ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি রসুন, ৫০০ গ্রাম খেজুর বিতরণ করা হয়।

আজ শনিবার দুপুরে বড়লেখা পৌর শহরের দক্ষিণ চৌমুহনীস্থ মজির মার্কেটে ৯৪ ব্যাচের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে বিতরণের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় ৯৪ ব্যাচের সদস্য যুক্তরাজ্য প্রবাসী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য আতাউর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের প্রভাষক এমএ হাসান, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

এ সময় ব্যাচের সদস্য কামরুল ইসলাম, কামাল হোসেন, শাহিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত