নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২১ ১৭:০১

উপহার নিয়ে রায়হানের বাড়িতে পুলিশ

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের বাড়িতে রমজান ও নববর্ষ উপলক্ষ্যে উপহার পাঠিয়েছে সিলেট মহানগর পুলিশ।

সোমবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে রায়হান আহমদের আখালিয়ার বাসায় উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসএমপি কমিশনার নিশারুল আরিফের পক্ষে এসব উপহার রায়হানের বাসায় নিয়ে যান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্যাহ তাহের ও সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স) রাখী রানী দাস।

উপহার গ্রহণ করেন রায়হানের মা সালমা বেগম, সৎ বাবা হাবিব উল্লাহ ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

গত বছরের ১১ অক্টোবর রাতে নগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ। পরদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রায়হানের লাশ পাওয়া যায়। এই হত্যাকান্ডের পর রায়হানকে নির্যাতনের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবিতে সিলেটজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। ১২ অক্টোবর রাতে হেফাজতে মৃত্য (নিবারণ) আইনে সিলেটের কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত