বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০১৫ ১৭:৫২

পণ্য আমদানি-রপ্তানিতে জটিলতা নিরসনের আশ্বাস আসামের বাণিজ্যমন্ত্রীর

ভারতের আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সিদ্দিক আহমদ বলেছেন, শেওলা স্থল বন্দরে কয়লাসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানিতে জটিলতা নিরসন হবে। ভারতের সুতারিকান্দি স্থলবন্দরে বর্ডার ট্রেড সেন্টার চালু হয়েছে। শেওলা স্থলবন্দরে ট্রেড সেন্টার চালু হলে এর সুফল পাবে দুই দেশের মানুষ। দূর হবে পণ্য আমদানি-রপ্তানির বিভিন্ন জটিলতা।

তিনি  সোমবার দুপুরে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর এলাকায় স্থানীয় কয়লা ব্যবসায়ীদের দেয়ার সংবর্ধনা শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসব কাজ শেষ হলে দুই দেশের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন। বাংলাদেশ-ভারতের দ্বি-পাক্ষিক চুক্তিতে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু, সীমান্ত এলাকা উন্নয়ন, ফোর লেন সড়ক নির্মাণ, চোরাচালান ও জঙ্গিবাদ রোধ এ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলে জানান আসামের বিধান সভার এ বিধায়ক।

সংবর্ধনা সভায় কয়লা ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, কয়লা ব্যবসায়ী জাহিদ ইকবাল, নূরুল আমিন, সেলিম উদ্দিন, সাধন রায় প্রমুখ।

আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সিদ্দিক আহমদ ব্যক্তিগত সফরে কয়েকদিন পূর্বে বাংলাদেশে আসেন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার স্বজনদের সাথে কয়েকদিন কাটানোর পর গতকাল সোমবার তিনি শেওলা স্থল বন্দর হয়ে আসাম ফিরে যান।

আপনার মন্তব্য

আলোচিত