জগন্নাথপুর প্রতিনিধি

২০ জুলাই, ২০২১ ২০:২৩

জগন্নাথপুরে দিনভর যানজটে জনভোগান্তি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে দিনভর তীব্র যানজটে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

মঙ্গলবার (২০ জুলাই) দিনের বেশির অধিকাংশ সময় যানজট সৃষ্টি হয়। শহরের প্রধান সড়ক পাগলা জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর মুক্তিযোদ্ধা মোড় থেকে নলজুর নদীর সেতুর মুখ পর্যন্ত দীর্ঘ লম্বা যানজট দেখা গেছে। যানজট নিরসনে দায়িত্ব থাকা ট্রাফিক পুলিশ প্রায় অসহায় হয়ে পড়েন। জট সমস্যা সমাধানে হিমশিম খেতে হয় তাদেরকে।

আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আযহা। ঈদের শেষ মুহূর্তে কেনাকাটায় মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। অনেকে মাস্ক ছাড়া শহরে মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে চলাফেরা করতে দেখা গেছে। শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই অস্থায়ী অটোরিকশা-টেম্পু স্ট্যান্ড ও হেলিপ্যাডসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট লেগেই ছিল। ফলে সীমাহীন জনদুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে আমরা কাজ করছি।

আপনার মন্তব্য

আলোচিত