সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৫ ২৩:১৭

সিলেটেও বিজিবি মোতায়েন

সব ধরনের আইনি পর্যায় শেষে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুজাহিদের রায়কে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে ঢাকা-চট্টগ্রামের পাশাপাশি বিভাগীয় নগরী সিলেটেও বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) নামানো হয়েছে।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা মাঠে থাকবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে বাড়তি সতর্কতা হিসেবে নগরীতে দুই প্লাটুন ও জেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সিলেট বিজিবি-৫ ব্যাটলিয়ানের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন বিজিবি মোতায়েনের বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সন্ধ্যা থেকে ১২ উপজেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, মহানগরীর উত্তর ও দক্ষিণ ডিভিশনে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত